না দাঁড়িয়ে উপায়ই বা কী! উত্তর কোরিয়ার সর্বময় প্রধান নিজের পরিবারের সুখ্যাতি করছেন। চলে যাওয়ার উপায় আছে?
1/5নিজের স্টেজে লুকনো হিটার। এদিকে শ্রোতারা দাঁড়িয়ে -১৫ ডিগ্রি সেলসিয়াসে। বরফের মাঝে রীতিমতো কাঁপছেন তাঁরা। না দাঁড়িয়ে উপায়ই বা কী! উত্তর কোরিয়ার সর্বময় প্রধান নিজের পরিবারের সুখ্যাতি করছেন। চলে যাওয়ার উপায় আছে? ছবি : টুইটার (Twitter)
2/5মঙ্গলবার দ্বিতীয় কিম জং ইলের ৮০ তম জন্মবার্ষিকী ছিল। সেই উপলক্ষ্যে উত্তরের সামজিয়ন শহরের বাইরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : টুইটার (Twitter)
3/5উপস্থিত ছিলেন সেনা ও প্রশাসনের শ'য়ে শ'য়ে আধিকারিক, কর্মীরা। ছবি : টুইটার (Twitter)
4/5সমালোচকদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কিম জং উনের স্টেজে হিটার ছিল। কিন্তু সেগুলি এমনভাবে লুকিয়ে বসানো হয়েছে যে, চট করে চোখে পড়বে না। ছবি : টুইটার (Twitter)
5/5অন্যদিকে পুরো সময়টা গ্লাভস, শীতের টুপি ছাড়াই দাঁড়িয়ে ছিলেন শ্রোতারা। ছবি : টুইটার (Twitter)