প্রকাশ্যেই জড়িয়ে ধরে আদর, ভাইরাল লিয়েন্ডার-কিমের বিয়েবাড়ির ছবি।
1/8লিয়েন্ডার পেজ ও কিম শর্মার মাখোমাখো প্রেমের ঝলক দেখে থ নেটপাড়া। মাস কয়েক আগেই নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছেন জুটি। তারপর থেকে প্রকাশ্যে প্রেমের বহিঃপ্রকাশ থেকে একটুও পিছপা হন না এই প্রেমিক জুটি। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8সম্প্রতি এক পরিচিতের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন লিয়েন্ডার ও কিম। বিয়েবাড়িতে কমলা লেহেঙ্গায় সাজলেন কিম। প্রেমিক লিয়েন্ডারকে জড়িয়ে রোম্যান্টিক ছবি পোস্ট করেছন ‘মহব্বতে’ গার্ল। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8ছবিতে কমলা রঙের লেহেঙ্গার পাশাপাশি কুন্দনের ভারী গয়নায় পাওয়া গেল কিমকে। অন্যদিকে, লিয়েন্ডারকে সাদা রঙের কুর্তা-পায়জামা ও মাথায় কমলা রঙের পাগড়ি পরেছিলেন। এই জুটিকে দেখে প্রশংসা করছেন অনেকেই। নেটিজেনরা তো কিমকে দেখে লিখছেন, ‘বচপন কা প্যায়ার’। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8কে বলবে এই দুই ছবির মাঝে কেটে গেছে ২২টা বছর? মহব্বতে ছবির মিষ্টি মেয়েটা আজও সেই একইরকম সুন্দরী। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8লিয়েন্ডার পিছন থেকে কিমকে জড়িয়ে ধরেছেন, তখন অভিনেত্রীর মুখে মিষ্টি হাসি। ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করে কিম লিখেছেন 'বিয়েবাড়ির মজা'।
6/8গত বছর জুলাই মাসেই ছড়িয়ে পড়েছিল কিম-লিয়েন্ডারের প্রেমের গুঞ্জন। সেই সময় গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন দুজনে। এই বলিউড হাসিনার জীবনে প্রেম অবশ্য কম বার আসেনি। এর আগে ক্রিকেটার যুবরাজ সিং-এর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন কিম। এরপর অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন।(ছবি-ইনস্টাগ্রাম)
7/8কিমের মতো লিয়েন্ডারেরও ব্যক্তিগত জীবনে কম ঝক্কি আসেনি। রিয়া পিল্লাই-এর সঙ্গে নতুন শতাব্দীর শুরু থেকেই সম্পর্কে ছিলেন লিয়েন্ডার। ২০০৫ সালে তাঁদের মেয়ের জন্ম হয়। তখনও সঞ্জয় দত্তের সঙ্গে ডিভোর্স পাকা হয়নি মডেল রিয়া পিল্লাই-এর। কয়েক বছর পর অবনতি হয় রিয়া-লিয়েন্ডারের সম্পর্কে। ২০১৪ সালে পার্টনারের বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসার মামলা দায়ের করেন রিয়া। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)
8/8গত বছর সেপ্টেম্বরে কোনওরকম রাখঢাক নয়, প্রকাশ্যেই প্রেমর কথা স্বীকার করে নিয়েছেন দুজনে। ভারতীয় টেনিসের কিংবদন্তি তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে আপতত প্রেম সাগরে ডুব দিয়েছেন অভিনেত্রী কিম শর্মা।