বাংলা নিউজ >
ছবিঘর >
Kiss Day 2021: ‘সাবালক’ না হলেও বাংলা ছবিতে চুম্বনের দৃশ্য বিরল নয়
Kiss Day 2021: ‘সাবালক’ না হলেও বাংলা ছবিতে চুম্বনের দৃশ্য বিরল নয়
Updated: 13 Feb 2021, 04:49 PM IST
লেখক Priyanka Bose
চুমু খেতে কতটা স্বাচ্ছন্দ্য বাংলা টলি পাড়া! সিনেমার দৃশ্যে তা উঠে এসেছে বহুবার। দেখুন 'কিস ডে' বাংলা সিনেমার সাহসী গভীর চুম্বনের কিছু মুহূর্ত-
1/9পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায়ের ‘বাস্তুশাপ’ এছাড়া ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে প্যাশানেট কিস করতে দেখা যায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেনকে। (ছবি সংগৃহীত)
2/9‘এবার শবর’ ছবিতে আবির চট্টোপাধ্যায় এবং পায়েল সরকারের চুম্বনের দৃশ্যে উঠে এসেছে। ছবির একদম শেষে এই দৃশ্যের স্থায়ীত্ব ৫ সেকেন্ডও না হলেও এই চুমু যে রোম্যান্টি আবহ তৈরি করেছিল তা অস্বীকার করবার জায়গা নেই।
3/9পরিচালত অপর্ণা সেনের চাপে পড়ে 'আরশিনগর' ছবিতে রিত্তিকাকে চুমু খান দেব।
4/9সৃজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’ ছবির হাত ধরেই টলিগঞ্জে পদার্পণ সুস্মিতা সেনের। আর এই ছবিতে প্রাক্তন বিশ্ব সুন্দরীকে দৃঢ় চুম্বন করতে দেখা যায় যীশু সেনগুপ্তকে। (ছবি- সংগৃহীত)
5/9পরিচালক মৈনাক ভৌমিকের 'ফ্যামিলি অ্যালবাম' ছবিতে সাহসী চুম্বন দৃশ্যে ধরা দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি দাম।