KKR Full Squad IPL 2023 Auction: আইপিএলের মিনি নিলামে মোট সাতজন খেলোয়াড়কে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই পরিস্থিতিতে আগামী বছর আইপিএলে কেকেআরের পুরো স্কোয়াড কী হল, তা দেখে নিন -
1/23কোচিতে আইপিএলের মিনি নিলাম চলছে। নিলামের সময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোন কোন খেলোয়াড়কে নিল এবং কেকেআরের স্কোয়াড কী দাঁড়াল, তা দেখে নিন।
17/23বৈভব আরোরা: হিমাচল প্রদেশের পেসারকে দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬০ লাখ টাকায় তাঁকে নেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে কেকেআর)
18/23ডেভিড ওয়াইজ: নামিবিয়ার অল-রাউন্ডারকে এক কোটি টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে প্রথম একাদশে আদৌও সুযোগ পাবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। আন্দ্রে রাসেলের ব্যাক-আপ হিসেবে তাঁকে সম্ভবত নেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
19/23কুলবন্ত খেজরোলিয়া: ২০ লাখ টাকায় দিল্লির পেসারকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যিনি অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। (ছবি সৌজন্যে আইপিএল)
20/23লিটন দাস: বাংলাদেশের তারকাকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেস প্রাইজ ৫০ লাখ টাকায় নেওয়া হয়েছে। যিনি ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট-কিপিং করতে পারবেন। ওপেনিংয়ে নামতে পারবেন। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
21/23সুয়েশ শর্মা: দিল্লির লেগস্পিনার সুয়েশ শর্মাকে ২০ লাখ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। (ছবি সৌজন্যে, টুইটার @KKRiders)
23/23শাকিব আল হাসান: শেষবেলায় শাকিব আল হাসানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেস প্রাইজ ১.৫ কোটি টাকায় কলকাতার ‘লাকি চার্ম’ এলেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)