একদিকে যেমন ভরসা রাখা হল প্রতিভায়, তেমনই পুরনো ‘তুরুপে তাসদেরও’ রিটেন করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চার নাইটকে রিটেন করা হয়েছে। দেখে নিন তাঁদের তালিকা -
1/7ছেড়ে দেওয়া হল মর্গ্যান ও শাকিবকে, প্রতিভায় আস্থা রেখে ৪ জনকে রিটেন করল KKR (ছবি সৌজন্য আইপিএল)
2/7বেঙ্কটেশ আইয়ার। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
3/7সুনীল নারিন। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
4/7আন্দ্রে রাসেল। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)
5/7বরুণ চক্রবর্তী। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)
6/7চলতি বছরের আইপিএলের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে অবশ্য রাখেনি কেকেআর। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)
7/7বাংলাদেশি তারকা শাকিব আল হাসানকেও রাখেনি কেকেআর। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্য আইপিএল)