বাংলা নিউজ >
ছবিঘর >
KKR VS SRH Predicted XI: কামিন্সের জায়গা পূরণ করতে কি ফিরবেন উমেশ, দেখুন নাইটদের সম্ভাব্য একাদশ
KKR VS SRH Predicted XI: কামিন্সের জায়গা পূরণ করতে কি ফিরবেন উমেশ, দেখুন নাইটদের সম্ভাব্য একাদশ
Updated: 14 May 2022, 02:54 PM IST
প্রতিবেদক Rishav Roy
শনিবার (১৪ মে) পুণেতে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এখন সবকয়টি ম্যাচই নাইটদের কাছে মরণ-বাঁচন। কেমন হতে পারে সানরাইজার্সের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ?
1/7প্লে-অফের আশা বজায় রাখতে কেকেআরেকে সানরাইজার্সের বিরুদ্ধে এই ম্যাচ জিততেই হবে। গত ম্যাচে মুম্বইকে মাত দিয়ে বেশ ভাল ছন্দে রয়েছে নাইটরা। তবে ওই ম্যাচ থেকে সানরাইজার্সের বিরুদ্ধে সম্ভাব্য দুই বদল করতে চলেছে নাইট বাহিনী।
2/7গত ম্যাচে বেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে, দুই ওপেনারই দলে ফিরে ঠিকঠাকই পারফর্ম করেছেন। তাই তাদের বাদ দেওয়ার কোনও কারণ নেই।
3/7অধিনায়ক শ্রেয়স আইয়ার হালে কয়েকটি ম্যাচে ব্য়াট হাতে তেমন পারফর্ম করতে পারেননি। তাঁর ফর্মে ফেরাটা জরুরি। নাইটরা ব্যাটিং ইনিংসে ভরসা জোগানোর জন্য শ্রেয়সের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন।
4/7এই ম্যাচে সম্ভাব্য প্রথম বদল হিসাবে দলে ফেরার সম্ভাবনা স্যাম বিলিংসের। প্যাট কামিন্স আহত হয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় দলে এক বিদেশির জায়গা খালি হয়েছে। কিপার-ব্যাটার হিসাবে শেল্ডন জ্যাকসন একেবারেই আহামরি পারফর্ম করতে পারেননি। তাই শেল্ডনের জায়গায় এই ম্যাচে ফিরতে পারেন বিলিংস।
5/7দলের মিডল অর্ডারের দায়িত্ব থাকবে তিন আর, রাসেল, রানা ও রিঙ্কুর উপর। তিন জনেই বিভিন্ন ম্যাচে দলকে জিতিয়েছেন। ইনিংস শেষ করা এবং প্রয়োজনে স্থিরতা প্রদানের জন্য এই তিন জনই কেকেআরের হয়ে মিডল অর্ডারে থাকছেন। বল হাতেও কিন্তু রাসেলের উপর স্লগ ওভারে উইকেট নেওয়ার গুরুদায়িত্ব থাকবে।
6/7টিম সাউদি এ মরশুমে কেকেআরের হয়ে দুর্ধর্ষ বোলিং করেছেন। তাই তিনি তো দলে থাকছেনই। পাশাপাশি গত দুই ম্যাচ চোটের জেরে জেরে না খেলার পর অবশেষে এই মরশুমে কেকেআরের সর্বোচ্চ উইকেটশিকারী উমেশ যাদবের দলে ফেরার পূর্ণ সম্ভাবনা রয়েছে। প্যাট কামিন্সের জায়গায় তিনিই ফিট হলে দলে ঢুকবেন।
7/7নাইট রাইডার্স দলের জানপ্রাণ দলের দুই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। দুই তারকা স্পিনার তেমন উইকেট না পাওয়ার জেরেই নাইটদের অবস্থা এ মরশুমে এত খারাপ। তবে গত ম্যাচে দুইজনেই বেশ ভাল বোলিং করেছেন। তাই এই দুই তারকা স্পিনার নিঃসন্দেহে সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামবেন।