কোন নিয়ম গুলো মেনে চলেছিল কলকাতা নাইট রাইডার্স? কীভাবে চিপকে গিয়ে ধোনিদের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল নীতীশ রানার দল। নাইটরা কোন অঙ্কে বাজিমাত করল? চলুন দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্য়াচ জয়ের আসল সমীকরণ কী ছিল?
1/7এদিনের ম্যাচে প্রথমে টস হেরে বোলিং করতে এসেই পিচকে বুঝে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই কারণেই প্রথম থেকেই স্পিন দিয়ে আক্রমণ করেন নীতীশ রানা। বরুণ চক্রবর্তী ম্যাচের চতুর্থ ওভারেই রুতুরাজকে ফিরিয়ে নিজেদের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে কলকাতা নাইট রাইডার্স। (AFP)
2/7এদিন বল হাতে সুনীল নারিন দারুণ ফর্মে ছিলেন। নিজের চার ওভারের স্পেলে মাত্র ১৫ রান দিয়ে ২টি উইকেট নিলেন তিনি। নারিনকে দারুণ ভাবে ব্যবহার করেছিলেন নীতীশ রানা। (ছবি-এএফপি) (AFP)
3/7এদিন বল হাতে কোনও ঝুঁকি নেননি নীতীশ রানা। যাকে যেখানে বোলিং করানোর তাঁকে সেভাবেই ব্যবহার করেছিলেন তিনি। (ছবি-এএফপি) (AFP)
4/7চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ নেতৃত্ব দিয়েচেন নীতীশ রানা। গত ম্যাচে তিনি যেই ভুলটা রেচিলেন সেটা এদিন করার কোনও জায়গা রাখেননি। ব্যাট হাতেও দারুণ পারফর্ম করেন। (ছবি-পিটিআই) (AFP)
5/7এদিন চেন্নাই সুপার কিংসকে মাত্র ১৪৪ রানে আটকে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরে স্লো পিচে ইনিংসের গতি দিয়ে শুরু করতে চেয়েছিল কলকাতা। তবে গুরবাজ, রয় ও বেঙ্কটেশের উইকেট হারানোর পরেই সতর্ক হয়ে যান নীতীশ ও রিঙ্কু। (ছবি-এএফপি) (AFP)
6/7৩৩ রানে যখন কলকাতার ৩ উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসেন নীতীশ ও রিঙ্কু। ৯৯ রানের জুটি গড়েন তাঁরা। এর মধ্যে তেমন কোনও ভুল করেননি নাইট ব্যাটাররা। (ছবি-টুইটার) (AFP)
7/7মিডিল অর্ডারে KKR কে দারুণ ভরসা দিয়েছেন রিঙ্কু সিং। নীতীশ রানা ও রিঙ্কু দুজনেই অর্ধশতরান করেন। এরফলে ১৮.৩ ওভারেই জয় পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। (ছবি-পিটিআই) (AFP)