6/9সেই জয় নিয়ে অবশ্য অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। (ফাইল ছবি, ফেসবুক @AnanyaBanerjeeInfo)
7/9একইসুরে বিজেপি এবং সিপিআইএমের তরফে দাবি করা হয়, ভোটের যে মার্জিন, তাতে স্পষ্ট যে ছাপ্পা হয়েছে। স্বচ্ছভাবে ভোট হয়নি। (ফাইল ছবি, ফেসবুক @AnanyaBanerjeeInfo)
8/9যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের বক্তব্য, ভোটের আগে থেকেই স্পষ্ট ছিল যে অনন্যা বিপুল ব্যবধানে জিতবেন। তিনি অত্যন্ত ভালো কাজ করেছেন। তাই এত বড় মার্জিনে জিতেছেন। (ফাইল ছবি, ফেসবুক @AnanyaBanerjeeInfo)
9/9তারইমধ্যে রাজনৈতিক মহলের দাবি, অনন্যা যে মার্জিনে জিতেছেন, তাতে বাম আমলের স্মৃতি ফিরে আসছে। সেই সময় এক নম্বর বরোয় ৭০-৭৫ শতাংশ ভোট পেত বাম। (ফাইল ছবি, ফেসবুক @AnanyaBanerjeeInfo)