বাংলা নিউজ >
ছবিঘর >
KMC Exit Polls 2021: কলকাতায় তৃণমূল জিতবে ১৩১ ওয়ার্ডে, BJP ১৩-তে, 'শূন্য' বাম ও কংগ্রেসের: এগজিট পোল
KMC Exit Polls 2021: কলকাতায় তৃণমূল জিতবে ১৩১ ওয়ার্ডে, BJP ১৩-তে, 'শূন্য' বাম ও কংগ্রেসের: এগজিট পোল
Updated: 19 Dec 2021, 07:22 PM IST
লেখক Ayan Das
- কলকাতা পুরনিগমের ভোটে কোন দল কতগুলি আসন পাবে, তা নিয়ে পূর্বাভাস দেওয়া হল। ‘সি’ ভোটারের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।
1/12কলকাতা পুরনিগমের ভোটে কোন দল কতগুলি আসন পাবে, তা নিয়ে পূর্বাভাস দেওয়া হল। ‘সি’ ভোটারের এগজিট পোল অনুযায়ী, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। (ছবি সৌজন্য পিটিআই)
2/12‘সি’ ভোটারের এগজিট পোল অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ১৩১ টি আসনে জিততে পারে। (ছবি সৌজন্য পিটিআই)
3/12‘সি’ ভোটারের এগজিট পোল অনুযায়ী, তৃণমূল পেতে পারে ৫৯ শতাংশ ভোট। (ছবি সৌজন্য পিটিআই)
4/12২০১৫ সালের পুরভোটে ১১৩ টি আসন পেয়েছিল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে ১৩১ টি ওয়ার্ডে এগিয়ে ছিল ঘাসফুল শিবির। (ছবি সৌজন্য পিটিআই)
5/12‘সি’ ভোটারের এগজিট পোল অনুযায়ী, বিজেপি ১৩ টি আসন পেতে পারে। (ছবি সৌজন্য এএনআই)
6/12‘সি’ ভোটারের এগজিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
7/12২০১৫ সালের পুরভোটে সাতটি আসন পেয়েছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে ১২ টি ওয়ার্ডে এগিয়ে ছিল গেরুয়া শিবির। (ছবি সৌজন্য পিটিআই)
8/12বাম, কংগ্রেস এবং অন্যান্যরা খাতা খুলতে পারবে না বলে ‘সি’ ভোটারের এগজিট পোলে দাবি করা হয়েছে। (ছবি সৌজন্য পিটিআই)
9/12‘সি’ ভোটারের এগজিট পোল অনুযায়ী, বামেরা পেতে পারে পাঁচ শতাংশ ভোট। (ছবি সৌজন্য এএনআই)
10/12২০১৫ সালের পুরভোটে ১৬ টি আসন পেয়েছিল সিপিআইএম। ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে কোনও ওয়ার্ডে এগিয়ে ছিল না বামেরা। (ছবি সৌজন্য পিটিআই)
11/12২০১৫ সালের পুরভোটে পাঁচটি ওয়ার্ডে জিতেছিল কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে একটি ওয়ার্ডে এগিয়ে ছিল হাত শিবির। (ছবি সৌজন্য পিটিআই)
12/12‘সি’ ভোটারের এগজিট পোল অনুযায়ী, বামেরা পেতে পারে ছয শতাংশ ভোট। (ছবি সৌজন্য এএনআই)
অন্য গ্যালারিগুলি