শুধুমাত্র রেজিস্ট্রি করলেই হবে না। ফ্ল্যাট কার নামে, অর্থাত্ সম্পত্তির মালিকের নাম পুরসভাকে জানানোর দায়িত্ব প্রোমাটেরেরই। এর অন্যথা হলেই চাপে পড়বে প্রোমোটার।
1/5ফ্ল্যাট রেজিস্ট্রি হচ্ছে। কিন্তু কর মূল্যায়নের বালাই নেই। কলকাতা পুরসভায় এহেন গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসে। অবশেষে নড়েচড়ে বসলেন কর্তারা। নির্মাণকারী প্রোমোটারদের জন্য জারি হল নয়া কড়া নিয়ম। কী সেই নিয়ম? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/5শুধুমাত্র রেজিস্ট্রি করলেই হবে না। ফ্ল্যাট কার নামে, অর্থাত্ সম্পত্তির মালিকের নাম পুরসভাকে জানানোর দায়িত্ব প্রোমাটেরেরই। এর অন্যথা হলেই চাপে পড়বে প্রোমোটার। (সৌজন্য ফেসবুক) (PTI)
3/5কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম বলেন, রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রেশন হলেই অ্যাসেসমেন্ট এবং মিউটেশন করে দেওয়া হবে। ফাইল ছবি: ফেসবুক (PTI)
4/5সম্পত্তি মালিকের নাম পুরসভাকে না জানালে করের দায় চাপানো হবে প্রোমোটারের ঘাড়ে। তাছাড়া ফ্ল্যাটের প্ল্যান অনুমোদন থেকে পুরসভার কর, সমস্তই মেটানোর দায়িত্ব প্রোমোটারের। আর সব শেষে ফ্ল্যাট রেজিস্ট্রির পর ক্রেতার নাম পুরসভায় তালিকাভুক্ত করার দায়িত্বও তাঁর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (PTI)
5/5সবাই যে ইচ্ছাকৃতভাবেই এগুলি করেন তা নয়। আসলে মিউটেশন এবং অ্যাসেসমেন্ট সংক্রান্ত বিষয়ে অনেকেই সেভাবে সচেতন নন। সেই কারণে দুয়ারে সরকারের ধাঁচে ক্যাম্প করারও পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)