আসন সংখ্যা বাড়েনি। কলকাতা পুরভোটে দুটি আসনে জয় এসেছে। কিন্তু ২০১৯ এবং ২০২১ সালের শূন্যের ধাক্কা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সেই 'দুইয়েই' বামেরা আশার আলো দেখছে। সেইসঙ্গে প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপিকে ছাপিয়ে দু'নম্বরে উঠে এসেছে বামেরা। কিন্তু কোন জাদুবলে সেই 'সাফল্য' মিলল, তা দেখে নিন একনজরে -
2/5শহুরে অঞ্চলে বিজেপির প্রভাব কম: কলকাতা বরাবরই শক্ত গাঁট বিজেপির কাছে। তীব্র নরেন্দ্র মোদী ঝড়েও কলকাতায় দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনেও যেখানে বিজেপি পুরো রাজ্যে ৩৮ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে কলকাতায় তা ২৯ শতাংশের মতো ছিল। সেই বিজেপি-বিরোধী মনোভাবের ফায়দা পেয়েছে বামেরা। (ছবি সৌজন্য ফেসবুক)
3/5বিজেপির ভোটে থাবা: গত লোকসভা নির্বাচনে বামের ভোটব্যাঙ্কে ধস নেমেছিল। সেই ভোট বিজেপিতে গিয়েছিল। বিধানসভা নির্বাচনে তাতে লাগাম পড়েছিল। এবার বিজেপির ভোটব্যাঙ্কে থাবা বসাল বাম। প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। গত বিধানসভা নির্বাচনে কলকাতায় ১০.১৬ শতাংশের মতো ভোট পেয়েছিল। মাস সাতেকের ব্যবধানে তা এক শতাংশের মতো বেড়েছে। তাতে আশার আলো দেখছে আলিমুদ্দিন। (ছবি সৌজন্য ফেসবুক)
4/5করোনার সময় রেড ভলান্টিয়ার্স: বিধানসভা ভোটের আগেও করোনাভাইরাস আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন রেড ভলান্টিয়ার্সরা। কিন্তু বিধানসভা ভোটে সেই ঘটনার তেমন প্রভাব পড়েনি। সেই ভোটের শেষ লগ্নে এবং পরবর্তীতে যখন করোনা মারাত্মক আকার ধারণ করেছিল, তখন অনেকেরই ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন রেড ভলান্টিয়ার্সরা। সংক্রমণের ঝুঁকি নিয়েও কাউকে পৌঁছে দিয়েছিলেন অক্সিজেন সিলিন্ডার, কাউকে ভরতি করেছিলেন হাসপাতালে। রাজনৈতিক মহলের মতে, যেভাবে তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তা পুরভোটে কিছুটা প্রভাব ফেলেছে। বিশেষত যে ভোট মূলত নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
5/5বিজেপি হাওয়া ফিকে: রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে বিজেপি এমন একটা হাওয়া তৈরি করতে পেরেছিল, যাতে জনমানসে ধারণা তৈরি হয়েছিল লড়াইটা হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। ফলে বিজেপি-বিরোধী ভোট মূলত তৃণমূলে গিয়েছিল। তৃণমূল-বিরোধী টেনেছিল গেরুয়া শিবির। কিন্তু তা যে আদতে বিনা বৃষ্টিতে বজ্রপাতের মতো ছিল, তা বিধানসভা ভোটের ফলাফলে স্পষ্ট হয়ে যায়। কলকাতা পুরনিগমের ভোটের আগেই বিজেপির দেওয়াল লিখনটা স্পষ্টই ছিল। সেই পরিস্থিতিতে যাবতীয় তৃণমূল-বিরোধী ভোট বিজেপিতে পড়েনি। (ছবি সৌজন্য ফেসবুক)