ডিজিটাল যুগে বহু মানুষের কাছেই রয়েছে ক্রেডিট কার্ড। সেই ক্রেডিট কার্ডে থাকতে পারে প্রচুর সুযোগ সুবিধা। তবে আপনি কি সেই বিষয়ে অবগত? যদি কোনও গ্রাহকের কাছে IRCTC-SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে তিনি অনেক সুযোগ-সুবিধা পাবেন তাতে।
1/6ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছিল IRCTC-SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড থাকলে বিমান এবং রেল টিকিট, উভয়েরই ক্ষেত্রে নির্দিষ্ট হারে ছাড় পাওয়া যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
2/6শুধু তাই নয়, পেট্রল-ডিজেল সারচার্জের ক্ষেত্রেও ছাড় মেলে IRCTC-SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারে টাকা মেটালে। রেলওয়ে লাউঞ্জে পাওয়া যায় বিনামূল্যে প্রবেশের সুযোগ। পয়েন্টের ভিত্তিতে এই কার্ডে রিওয়ার্ড পাবেন গ্রাহকরা। ফাইল ছবি : রয়টার্স
3/6এই কার্ড যত ব্যবহার করবেন, তত পয়েন্ট জমবে। আপনি নিজের আইআরটিসি আইডি দিয়ে অ্যাপে লগইন করে এই কার্ড দিয়ে টিকিট কাটতে পারেন। যে পয়েন্টগুলো আপনি পেয়েছেন, সেগুলো আপনি আইআরটিসি-র মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে রিডিম করতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
4/6টিকিট বুকিংয়ের ক্ষেত্রে জমে থাকা পয়েন্ট ব্যবহার করা যায়, তাতে টিকিটের দামে ছাড় পাওয়া যায়। এর ফলে খরচ কমে ভ্রমণের। এক বছরের মধ্যে ভ্রমণে ৫০ হাজার টাকা খরচ করলে তিনি ২৫০০ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। কেউ এক বছরে ১ লাখ টাকা খরচ করলে তিনি ৫ হাজার রিওয়ার্ড পয়েন্ট পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
5/6ভ্রমণকালে যদি কোনও দুর্ঘটনা ঘটে, তাহলে ক্ষতিপূরণ পাবেন। ট্রেন দুর্ঘটনা হলে কার্ড হোল্ডাররা ১০ লাখ টাকার বিমা পাবেন। এদিকে এই কার্ডে কাটা টিকিটে বিমানে ভ্রমণের সময় দুর্ঘটনায় মৃত্যু হলে নিকটাত্মীয় ৫০ লাখ টাকা পাবেন।
6/6প্রতি ৩ মাসে রেলওয়ে লাউঞ্জে দু’বার করে প্রবেশের সুযোগ পাবেন এই কার্ড হোল্ডাররা। জালিয়াতি হলে ১ লাখ টাকার ক্ষতিপূর্ণ পাবেন বিমা বাবদ। এদিকে বিমানের টিকিট কাটার ক্ষেত্রে ৫ শতাংশ ছাড়ও মিলবে।