Ankita Mallick as Jagaddhatri: নেটপাড়ায় খোঁজ শুরু হয়েছে সুন্দরী ‘জগদ্ধাত্রী’র, জানুন জি বাংলার নতুন নায়িকার আসল পরিচয়।
1/8জি বাংলায় খুব শীঘ্রই আসছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। আর এই সিরিয়ালে নাম ভূমিকায় দেখা যাবে নতুন মুখের। প্রোমো সামনে আসতেই নায়িকাকে নিয়ে শুরু হইচই।
2/8সিরিয়ালের প্রোমো যেমন ধামেকাদার লেগেছে, তেমনই নজর কেড়েছেন পর্দার ‘জগদ্ধাত্রী’। তবে এই মেয়েকে আগে কখনও অভিনয়ের দুনিয়ায় দেখেননি। অথচ তাঁর সৌন্দর্যে ইতিমধ্যেই ফিদা অনেকে। জেনে নিন এই সুন্দরী নবাগতার নাম-পরিচয়। (ছবি- জি বাংলা)
3/8জি বাংলার এই নায়িকার নাম অঙ্কিতা মল্লিক। পেশাদার মডেল অঙ্কিতা। এর আগে অভিনয় না করলেও একাধিক ব্র্যান্ডের মুখ হিসাবে দেখা গিয়েছে তাঁকে। (ছবি-ফেসবুক)
4/8এই সুন্দরীর মুখ কিন্তু আপনার চেনা হতেই পারে, কারণ তন্তুজ-সহ একাধিক শাড়ির বিজ্ঞাপনী প্রচারের হোর্ডিং-এ দেখা যায় অঙ্কিতাকে। (ছবি-ফেসবুক)
5/8তবে ওয়েস্টার্ন আউটফিটেও সমান গ্ল্যামারাস অঙ্কিতা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১২ হাজার। আগামি কয়েকদিনে তা চড়চড়িয়ে বাড়বে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8এই ধারাবাহিকের মাধ্যমে অঙ্কিতার অভিনয়ের হাতেখড়ি হলেও তাঁকে বেশ সপ্রতিভ লেগেছে পর্দায়। উমা,পিলুদের চেয়ে ঢের ভালো বলছেন নেটিজেনরা। সিরিয়ালে ক্রাইম ব্রাঞ্চ অফিসারের ভূমিকায় রয়েছেন অঙ্কিতা।
7/8নিজের প্রথম প্রোজেক্ট নিয়ে অঙ্কিতা কী বলছেন? প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে নায়িকার বক্তব্য, ‘আমাকে জগদ্ধাত্রী হিসাবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ, আমাকে জগদ্ধাত্রী হিসাবে গড়ে তোলবার জন্যও অশেষ ধন্যবাদ’।
8/8টেলি অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়কে এই সিরিয়ালে দেখা যাবে অঙ্কিতার বিপরীতে। (ছবি- জি বাংলা)