Starliner Space Launch:কাউন্টডাউনের শেষলগ্নে থমকে গেল বোয়িং স্টারলাইনারের মহাকাশযাত্রা!সুনীতারা কেন রওনা দিতে পারলেন না?
Updated: 02 Jun 2024, 12:49 PM ISTরওনার ৩.৫০ মিনিট আগে থমকে গেল বোয়িং স্টারলাইনারের ... more
রওনার ৩.৫০ মিনিট আগে থমকে গেল বোয়িং স্টারলাইনারের মহাকাশযাত্রা! শনিবার সুনীতারা কেন রওনা দিতে পারলেন না? বেশ কিছু কারণ নিয়ে চলছে জল্পনা।
জানা যাচ্ছে, কোনও ‘কম্পিউটার অ্যাবর্ট’ সিস্টেমের প্রযুক্তিগত কারণে এই রওনা রুখে গিয়েছে। ফলে আপাতত এই উড়ানের যাত্রা কতদিন স্থগিত থাকতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়ছে। জানা যাচ্ছে, গ্রাউন্ড সিস্টেম কম্পিউটারের দ্বারা ‘অটোমেটিক অ্যাবর্ট’ বা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত করার প্রক্রিয়া এগোতে থাকে। তবে বেশ কিছু সূ্ত্রের খবর বোয়িং স্টারলাইনার ক্যাপসুল সিস্টেম আপাতত ভালো অবস্থায় রয়েছে।শেষ লগ্নে এসে প্রযুক্তিগত কারণে নাসা ও বোয়েংয়ের এই যৌথ উদ্যোগ থমকে যায়। (Photo by Miguel J. Rodriguez Carrillo / AFP)
(AFP) পরবর্তী ফটো গ্যালারি