রবিবার সকালে কোচির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২০০ এর ওপরে। পলিউশন কন্ট্রোল বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, তা বিকেলের দিকে ৩০০ ছাড়িয়েছে। অনেকেই বলছেন, শহর ছেড়ে চলে গিয়েছেন বহু বাসিন্দা। আর তার প্রমাণ হিসাবে এলাকার খালি গ্যারাজ, কার পার্কিং এর জায়গা, অফিসে কম উপস্থিতি উঠে আসছে।
1/5বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ কোচি। মূল শহর থেকে ১৭ কিলোমিটার দূরে ব্রহ্মপুরম। এলাকার ১১০ একর জমিতে আইটি পার্কের কাছে গড়ে তোলা হয়েছে বর্জ্য পরিশোধনের কেন্দ্র। জানা যায়, প্রতিদিন ৩৯০ টন বর্জ্য এই কেন্দ্রে জমা করা হচ্ছে। জানা যাচ্ছে, মোট ৫০ হাজার টন বর্জ্য জমায়েতের ওই জায়গায় কোচিতে আগুন লাগতেই শহর জোড়া বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে। ১১ দিন পরও সেই বিষাক্ত ধোঁয়ার শ্বাসরুদ্ধ শহরে ফিরতে পারছেন না বাসিন্দারা। অনেকেই এই অস্বাস্থ্যকর পরিস্থিতির জেরে ছেড়েছেন এলাকা। (ANI Photo) (HT_PRINT)
2/5রবিবার সকালে কোচির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২০০ এর ওপরে। পলিউশন কন্ট্রোল বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, তা বিকেলের দিকে ৩০০ ছাড়িয়েছে। অনেকেই বলছেন, শহর ছেড়ে চলে গিয়েছেন বহু বাসিন্দা। আর তার প্রমাণ হিসাবে এলাকার খালি গ্যারাজ, কার পার্কিং এর জায়গা, অফিসে কম উপস্থিতি উঠে আসছে। (Twitter/@IN_HQSNC) (HT_PRINT)
3/5স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, শনিবার ৮০০ জন মানুষ মেডিক্যাল সাহায্যের জন্য তাঁদের দ্বারস্থ হন। কোচির এই ভয়াবহ পরিস্থিতির পর রাজ্য সরকার ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সমীক্ষা করবে বলে স্থির। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ‘আমরা ধোঁয়ায় আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করব এবং চিকিৎসা শুরু করব। আমাদের প্রধান প্রচেষ্টা একটি মহামারী এড়ানো’। (PTI) (HT_PRINT)
4/5সরকার সমস্ত হাসপাতালগুলিকে জানিয়ে দিয়েছে, যে সমস্ত মানুষরা শ্বাসকষ্ট নিয়ে আসবেন হাসপাতালে তাঁদের আলাদা করে নজর দিয়ে যত্ন করার কথা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, dioxin ও furan যে পরিমাণে নির্গত হয়েছে, তা কার্যত পরমাণু বর্জ্যের সমান ক্ষতিকারক। . (PTI Photo) (PTI03_05_2023_000059A) (HT_PRINT)
5/5শহর জুড়ে ওষুধের দোকানগুলিতে বাড়ছে ইনহেলার, অক্সিমিটার, শ্বাস প্রশ্বাসের পরিমাপ করার যন্ত্রের চাহিদা। প্রসঙ্গত, ব্রম্হপুরমের আইটি পার্কের কাছে এই বর্জ্যের এলাকা গড়ে ওঠে। ২০০৮ সাল থেকে এ বর্জ্য পরিশোধন কেন্দ্রটি গড়ে তোলা হয়। এই আগুন নেভাতে দমকল, নৌসেনা, বায়ুসেনা ঝাঁপিয়ে পড়েছে। . (AP Photo/R S Iyer) (HT_PRINT)