শাড়ি হোক বা প্যান্ট-স্যুট, সব লুকেই পারফেক্ট সুন্দরী কোয়েল মল্লিক।
1/5শাড়ি আর গাউনের পর প্যান্ট–স্যুট এখন ফ্যাশনের অন্যতম নির্ধারক। আর এই পোশাকে চোখ বন্ধ করে কল্পনা করা যায় সে সকল টলি নায়িকাদের তাঁদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক।
2/5রবিবাসরীয় দুপুরে নিজের এই ‘লেডি বস’ অবতার তুলে ধরলেন কোয়েল। সাদা প্যান্ট-স্যুটে মোহময়ী অবতারে লেন্সবন্দি তিনি।
3/5প্যান্ট-স্যুটের সঙ্গে খোলাচুল আর একদম মানানসই মেক-আপে পাওয়া গেল কোয়েলকে। পায়ে স্টিলেটো আর চোখে-মুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাসের আভা। ব্যাস, এটুকুই তাঁকে অভিজাত দেখানোর জন্য যথেষ্ট।ছবির ক্যাপশনে কোয়েল লিখেছেন, ‘সব কিছুই তখন শুরু হয় যখন তুমি চেষ্টা কর’।
4/5আসলে শাড়ি হোক বা প্যান্ট-স্যুট, সবেতেই অনন্যা কোয়েল। ফ্যাশনবোদ্ধারা রবারবই পছন্দ করেন কোয়েলের স্টাইল স্টেটমেন্ট। এমনি এমনি কী আর তিনি টলি-কুইনের তকমা পেয়েছেন!
5/5মা হওয়ার পর কাজে ফিরেছেন কোয়েল। সংসার,সন্তান আর কেরিয়ার সবটা ব্যালেন্স করে চলছেন। পুজোয় মুক্তি পেয়েছে কোয়েল-পরমব্রত জুটির ‘বনি’।