1/8দুর্গাপুজোর আগেই মল্লিক বাড়িতে সাজোসাজো বর। দ্বিতীয়ার দিন মল্লিক পরিবারের ছেলে দেবজয় সাত পাকে বাঁধা পড়লেন। পাত্রীও নামকরা। খড়তুতো ভাই দেবজয়ের বিয়েতে বাবা-মা ও স্বামীর সঙ্গে হাজির ছিলেন কোয়েল।
2/8দেবজয় নিজেও অভিনেতা। ‘সর্বজয়া’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। মনোশিতের চরিত্রে দেখা যাচ্ছে দেবজয়কে। দেবজয়ের রূপশ্রী স্ত্রী চক্রবর্তীও টলিপাড়ার খুব পরিচিত নাম। পেশায় নিউট্রিশনিস্ট রূপশ্রী, তাঁর ক্লায়েন্টের তালিকায় রয়েছেন টলিউডের বহু সেলেব্রিটি।
3/8এদিন টুকটুকে লাল শাড়িতে সেজে ভাইয়ের বিয়েতে পৌঁছেছিলেন কোয়েল। সামনেই মুক্তি পাচ্ছে অভিনেত্রীর ‘বনি’। তবে শত ব্যস্ততা ছেড়ে ভাইয়ের বিয়েতে দিদি হিসাবে সব ভূমিকা পালন করলেন টলি কুইন।
4/8সম্বন্ধ করে বিয়ে হচ্ছে রূপশ্রী-দেবজয়ের, আর সেই পাকা দেখা নাকি বহু বছর আগের। মেয়ে কলেজে পড়বার সময় থেকেই দেবজয়কে জামাই হিসাবে পছন্দ করে রেখেছিলেন রূপশ্রীর বাবা-মা। সাত বছর ধরে একে অপরকে চেনেন দুজনে। প্রথমে বন্ধু থেকে এখন গাঢ় প্রেমের সম্পর্ক রূপশ্রী-দেবজয়ের। আর শুক্রবার পরিণতি পেল এই প্রেম।
5/8বিয়েতে লাল বেনারসিতে সেজেছিলেন রূপশ্রী, গা ভর্তি সোনার গয়না। একদম ট্রাডিশ্যানাল বাঙালি কনের সাজেই ধরা দিলেন মল্লিক বাড়ির বউমা।
6/8বিয়েতে তারকা সমাবেশ কম ছিল না। কোভিডবিধি মেনেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।অভিনেত্রী রূপসার সঙ্গে কনের সেলফি।
7/8নবদম্পতিতে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ‘অপরাজিতা অপু’ খ্যাত সুস্মিতা রায়। সর্বজয়ার গোটা টিমও হাজির ছিল। পৌঁছেছিলেন স্বয়ং দেবশ্রী।
8/8১০ অক্টোবর চারু মার্কেটে মল্লিক বাড়িতে বসবে বৌভাতের আসর। শুধু ‘সর্বজয়া’ নয়, এর আগে প্রথমা কাদম্বিনী, সরস্বতীর প্রেম, চিরদিনই আমি য়ে তোমার, সীমানা পেরিয়ে-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজয়।