চলতি মাসের শুরুতে আদানি উইলমার লিমিটেড (AWL), ম্যাককর্মিক সুইজারল্যান্ড GMBH-এর থেকে কোহিনুর-সহ বেশ কয়েকটি ব্র্যান্ড অধিগ্রহণের ঘোষণা করে। তারপর থেকে পেনি স্টকটি টানা ৩৫টি ট্রেডিং সেশনে আপার সার্কিটে থেকেছে।
1/7রেকর্ড গড়ল আদানি উইলমারের শেয়ার, ৭ সপ্তাহে ২ গুণ রিটার্নগত কয়েক মাস ধরে ভারতীয় স্টক মার্কেটে সময়টা খারাপ। তবে তা সত্ত্বেও, কিছু স্টক ভালো পারফর্ম করেছে। কোহিনূর ফুডস (কোহিনূর ফুডস লিমিটেড)-এর শেয়ার তার মধ্যে অন্যতম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
3/7চলতি মাসের শুরুতে, আদানি উইলমার লিমিটেড (AWL), ম্যাককর্মিক সুইজারল্যান্ড GMBH-এর থেকে কোহিনুর-সহ বেশ কয়েকটি ব্র্যান্ড অধিগ্রহণের ঘোষণা করে। কোহিনূর ব্র্যান্ডের অধীনে রেডি-টু-কুক, রেডি-টু-ইট, কারি এবং ফুড পোর্টফোলিও-সহ জনপ্রিয় কোহিনূর বাসমতি চাল রয়েছে। এর ফলে চালের বাজারে AWL একচেটিয়া দখল পাবে। ফাইল ছবি: কোহিনূর ফুডস (Reuters)
4/7মাল্টিব্যাগার পেনি স্টকটি মাত্র দুই মাসেই ৭.৭৫ টাকা থেকে বেড়ে ৩৮.৪০ টাকা হয়ে গিয়েছে। মাত্র এক মাস আগেই এর দাম ১৪.৮৫ টাকা করে ছিল। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
5/7কী কারণে কোহিনুর ফুডসের শেয়ারে ‘গতি’ এসেছে? বাজারের বিশেষজ্ঞদের বক্তব্য, সংস্থার উত্থানের পিছনেই আদানি গ্রুপের (Adani Group) হাত আছে। কোহিনুর ফুডসের অধিগ্রহণের করেছে আদানি উইলমার (Adani Wilmar)। তারপরেই শেয়ার বাজারে লাগাতার উত্থান হয়েছে কোহিনুর ফুডসের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Reuters)
6/7অর্থাত্, এই সময়ের মধ্যেই প্রায় ৩৯৫% বেড়েছে এই সংস্থার শেয়ার। ফাইল ছবি: এএফপি (Reuters)
7/7কোনও বিনিয়োগকারী যদি ১ মাস আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তাঁর শেয়ারের দাম আজ ২.৬০ লক্ষ টাকা হয়ে যেত। দুই মাস আগে করলে সেটাই হত ৪.৯৫ লাখ টাকা! (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)