আগামী সোমবার উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে আপাতত সেই সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও গরম চলবে। সেই পরিস্থিতিতে রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? কলকাতায় কি বর্ষণ হবে? আগামী মঙ্গলবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/6 রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই তালিকায় আছে - উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/6 তারইমধ্যে রবিবার একাধিক জেলায় তাপপ্রবাহের মতো সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা নয়, হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/6 রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। ৫০-৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে।’ (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/6 সোমবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। সেদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। সেদিনও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে তাপপ্রবাহ চলবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/6 মঙ্গলবার কোনও জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা না হলেও সেদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য হাহাকার হবে। সেদিন শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
6/6 হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। তারপর তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)