রববিার ছুটির দিনে বাজার করতে গিয়ে তড়তড়িয়ে ঘেমেছে বঙ্গবাসী। বেলার দিকে এই অস্বস্তিকর গরম বজায় থাকবে। কলকাতা সহ জেলায় জেলায় রোদের তেজ বাড়বে দুপুরে। এরপর বিকেলের দিকে কি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী বলছে আলিপুর হাওয়া অফিস? দেখে নিন পূর্বাভাস।
1/7আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ায়ও বইতে পারে বিকেলে। এছাড়া বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝোড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (REUTERS)
2/7এদিকে কলকাতায় আজ দিনের বেলা আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে শহরের কোথাও কোথাও বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে কিঞ্চিৎ বেশি। এদিকে সেদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এটাও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল কলকাতায় বৃষ্টি হয়নি। (REUTERS)
3/7অপরদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। এর জেরে উত্তরবঙ্গের আট জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে। (REUTERS)
4/7এদিকে আগামিকাল, ২২ মে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামিকাল পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝোড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (REUTERS)
5/7পরশু, ২৩ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সেদিনও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝোড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (REUTERS)
6/7তারপর ২৪ তারিখও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এর জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। (REUTERS)
7/7২৫ তারিখে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এদিকে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এর জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (REUTERS)