ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FSDLর দিকেই তাকিয়ে মোহনবাগান
Updated: 05 Jan 2025, 02:15 PM ISTবড় অঘটনা না ঘটলে ১১তারিখের ডার্বি কলকাতা থেকে সরছেই। কম সংখ্যায় দর্শক নিয়ে এই ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। কারণ মোহনবাগানের এটি হোম ম্যাচ। কিন্তু পুলিশি নিরাপত্তার কারণে এই ম্যাচ হওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ফলে ম্যাচ সরতে পারে ভুবনেশ্বরে।
পরবর্তী ফটো গ্যালারি