East-West metro Update: ক'দিন আগেই ঘটে বিপত্তি, পুজোর আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে মিলল বড় আপডেট, কাজ শুরু বউবাজারে
Updated: 19 Sep 2024, 01:09 PM ISTকয়েক সপ্তাহ আগেই বিপত্তি দেখা গিয়েছিল। তাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ বন্ধ হয়েছিল বউবাজার এলাকায়। তবে ফের সেই কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর বউবাজারে মাটির নীচে মেট্রোর কাজে বিপত্তি দেখা দিয়েছিল। তবে সম্প্রতি সেই সমস্যার সমাধানসূত্র মিলেছে।
পরবর্তী ফটো গ্যালারি