আর কয়েক মাসের মধ্যেই গঙ্গার নীচ দিয়ে মেট্রো করে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। সোমবার এমনটাই জানালেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তিনি জানান, শীঘ্রই শিয়ালদার সঙ্গে এসপ্ল্যানেডকেও যুক্ত করা হবে। এর ফলে ১৬.৬ কিমি দীর্ঘ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাবে।
1/5মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানান, আগামী ডিসেম্বরেই ইস্ট-ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রী পরিষেবা দিতে পারবে বলে আশা করছেন তিনি। তিনি আরও জানান, আগামী জুন-জুলাই মাসেই শিয়ালদার সঙ্গে এসপ্ল্যানেডকে মেট্রো পথে যুক্ত করার কাজ সম্পন্ন হয়ে যাবে। এই রুটে পূর্ণাঙ্গ মেট্রো পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই সংযুক্তিকরণই সবথেকে বড় বাধা। (Sai Saswat Mishra)
2/5উল্লেখ্য, এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হয় গত ১৩ এপ্রিল। এরপর থেকেই এই ৪.৮ কিমি দীর্ঘ পথে রেক চালিয়ে পরীক্ষা করে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। হুগলি নদীর তলা দিয়ে এই রুটের ৫২০ মিটার মেট্রো পথ রয়েছে। এই সেকশনে সবকটি স্টেশন জুলাই মাসের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মেট্রো রেল জিএম। (Sai Saswat Mishra)
3/5এর আগে সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে পূর্বমুখী টানেল দিয়ে দু'টি রেক নিয়ে আসা হয়েছিল এসপ্ল্যানেড স্টেশনে। তবে বর্তমানে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পথে পূর্বমুখী টানেলের কাজ বাকি রয়েছে নির্মল চন্দ্র স্ট্রিট এবং মদন দত্ত লেনের তলায়। ব্যাটারি চালিত লোকো ইঞ্জিনের সাহায্যে এই জায়গা দিয়ে মেট্রোর রেক এসপ্ল্যানেডে নিয়ে যাওয়া হয়েছিল ট্রায়াল রানের জন্য। সেখান থেকে হুগলি নদীর তলা দিয়ে হাওড়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল রেকগুলিকে। (Sai Saswat Mishra)
4/5বর্তমনে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৯.৪ কিমি পথে মেট্রো চলাচল করে ইস্ট-ওয়েস্ট রুটে। শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মাঝের আড়াই কিমি পথে ধস নামার কারণে বারবার থমকেছে কাজ। এর জেরে এখনও শিয়ালদার সঙ্গে হাওড়া ময়দানকে যুক্ত করা যায়নি মাটির নীচ দিয়ে। তবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে জোর কদমে চলছে মেট্রোর ট্রায়াল রান। (Sai Saswat Mishra)
5/5এগিকে নির্মল চন্দ্র স্ট্রিট এবং সুবোধ মল্লিক স্কোয়ারে যে জোড়া টানেলের সঙ্গে ভেন্টিলেশন শ্যাফ্টের যুক্ত হওয়ার কথা, সেখানে ধসের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। তবে মেট্রো রেল জিএম জানান, সেখানকার সমস্যার সামাধান হয়েছে। এবং শীঘ্রই সেখানে কাজ শুরু হয়ে যাবে। এই আবহে আগামী জুন-জুলাইয়ের মধ্যেই এই পথের কাজ শেষ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শুধু তাই নয়, এরপর গোটা ১৬ কিমি পথেই ট্রায়াল রান সম্ভব হবে বলে জানান তিনি। (Sai Saswat Mishra)