বাংলা নিউজ > ছবিঘর > Kolkata East-West Metro: আর কয়েক মাস পরই গঙ্গার নীচে দিয়ে মেট্রো করে যাওয়া যাবে, জানা গেল দিনক্ষণ

Kolkata East-West Metro: আর কয়েক মাস পরই গঙ্গার নীচে দিয়ে মেট্রো করে যাওয়া যাবে, জানা গেল দিনক্ষণ

আর কয়েক মাসের মধ্যেই গঙ্গার নীচ দিয়ে মেট্রো করে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। সোমবার এমনটাই জানালেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তিনি জানান, শীঘ্রই শিয়ালদার সঙ্গে এসপ্ল্যানেডকেও যুক্ত করা হবে। এর ফলে ১৬.৬ কিমি দীর্ঘ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাবে।

অন্য গ্যালারিগুলি