ক্রমেই তাপমাত্রা বাড়েছে কলকাতায়। বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে জলীয় বাষ্পের প্রবেশের কারণেই এই পরিস্থিতি। এই আবহে আজ সকালে কুয়াশার চাদরে ঢেকে গেল শহর কলকাতা। ভোরে ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছিল। দৃশ্যমান্যতা কম থাকায় শহরের রাস্তা এবং হাইওয়েগুলিতে গাড়ির খুব কম গতিতে চলছিল।
1/6আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশের বেশি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা। রোদ উঠবে শহরে। অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে আজ। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছাড়িয়ে যেতে পারে ৩০ জিগ্রির গণ্ডি। আজকে সকালে কুয়াশার জেরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে হলুদ ট্যাক্সি দুর্ঘটনার কবলে পড়ে। স্কুটি চালিয়ে বরানগর থেকে সল্টলেক সেক্টর ফাইভে অফিসে আসছিলেন এক তরুণী। কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে পড়েন তিনিও। (PTI)
2/6আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজকের মতো আগামিকালও সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বহু জেলা। এই আবহে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা গড়াতেই বদলে যাবে আবহাওয়া। এদিকে ২৬ জানুয়ারি থেকে পরবর্তী তিন-চারদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। (PTI)
3/6এদিকে আগামী দুই দিন উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন আবহাওয়ায় পরিবরতন হবে না। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি। শুক্রবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করার সময় দার্জিলিং কালিম্পঙের পার্বত্য এলাকা ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (PTI)
4/6গাঙ্গেও পশ্চিমবঙ্গেও আগামী তিনদিন কুয়াশার দাপট দেখা যাবে। সপ্তাহভর অবশ্য শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ৫-৭ দিনে দক্ষিণবঙ্গে আরও বাড়বে দিন-রাতের তাপমাত্রা। এর মধ্যে আগামী ২-৩ দিনেই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। (PTI)
5/6এদিকে আজ সকালে কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল সেভাবে ব্যাহত হয়নি বলেই জানা গিয়েছে ওয়েবসাইটের তথ্য অনুসারে। তবে কুয়াশার দাপটে উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন ধীর গতিতে যায় ভোরের দিকে। এমনিতেই কুয়াশার কারণে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গগামী বহু ট্রেনই বাতিল করে রেখেছে রেল কর্তৃপক্ষ। (PTI)
6/6আজ কুয়াশার অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, হাওড়াগামী ডাউন চম্বল এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, কালকা মেল সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ঢুকছে স্টেশনে। (PTI)