জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দাম বৃদ্ধির হার সবচেয়ে বেশি। প্রায় ১১.৩% দাম বেড়েছে সেখানকার ঘর-বাড়ির।
1/7সারা দেশে বাড়ির গড় দাম ৪% বেড়েছে। তবে দেশের ৮টি শহরে বৃদ্ধির পরিমাণ বেশ খানিকটা বেশি। ক্রেডাইয়ের 'হাউজিং প্রাইস ট্র্যাকার ২০২২' শীর্ষক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সংস্থাটি দিল্লি-এনসিআর, মুম্বই, কলকাতা, পুনে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং আহমেদাবাদে সমীক্ষা চালায়। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)
2/7জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দাম বৃদ্ধির হার সবচেয়ে বেশি। প্রায় ১১.৩% দাম বেড়েছে সেখানকার ঘর-বাড়ির। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (PTI)
3/7বেঙ্গালুরু এবং মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে দাম বেড়েছে মাত্র ১%। ফাইল ছবি: রয়টার্স (PTI)
4/7তবে নতুন মুম্বই এবং তার শহরতলিতে বসতবাড়ির দাম ৯ -১০% বৃদ্ধি পেয়েছে। প্রতীকী ছবি: পিটিআই (PTI)
5/7হায়দরাবাদ এবং আহমেদাবাদে বাড়ির দাম যথাক্রমে ৯ এবং ৮% বৃদ্ধি হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) (PTI)