ছুটির দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি হচ্ছে মহানগরী এবং আশেপাশের অঞ্চলে। আগামী কয়েক ঘণ্টা এই বৃষ্টি জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিসের বেলা দেড়টার বুলেটিনে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলিতে আগামিকালও বৃষ্টি হতে পারে।
1/5হাওয়া অফিস জানিয়েছে, আগামী অন্তত দু-তিন ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ঝড়বৃষ্টি আগামিকালও বজায় থাকবে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় থাকতে বলেছে আলিপুর আবহাওয়া দফতর। (Hindustan Times)
2/5হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার সব জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ২২ মার্চ থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। (Hindustan Times)
3/5গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজ বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কলকাতা, হাওড়া, হুগলিতে আজ ঝড়বৃষটি হতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (Hindustan Times)
4/5এদিকে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শিলাবৃষ্টির পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মালদা-সহ দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে ২১ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ২২ মার্চের পর আবহাওয়া পরিবর্তন হবে। (Hindustan Times)
5/5পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ মার্চ পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। ২২ মার্চ বৃষ্টি থামতে পারে কলকাতায়। তবে সেদিনও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিক আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর আগামী ২২ এবং ২৩ মার্চ হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে। (Hindustan Times)