Kolkata Metro Purple Line Latest Update: ঘাসে কাটল পা, গাছে ভাঙবে মাথা? মেট্রোর কাজ নিয়ে বড় নির্দেশ দিতে পারে আদালত
Updated: 15 May 2024, 02:38 PM ISTকলকাতা মেট্রোর পার্পল লাইনের শাখা সম্প্রসারণের কাজের ভাগ্য নির্ধারিত হবে হাই কোর্টের নির্দেশে। রিপোর্ট অনুযায়ী, মেট্রোর কাজের জন্য ময়দানে গাছ কাটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল হাই কোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বড় নির্দেশ শোনাতে পারে আদালত। এমনই জানা গিয়েছে রিপোর্টে।
পরবর্তী ফটো গ্যালারি