Howrah to Airport Metro Latest Update: ৫ মাস পরেই এয়ারপোর্ট মেট্রো চালু, হাওড়া ময়দান থেকে পৌঁছাবেন কলকাতা বিমানবন্দরে
Updated: 29 Oct 2024, 01:25 PM IST Ayan Das 29 Oct 2024 Kolkata Metro, Noapara to Barasat Metro, Noapara to Airport Metro, Howrah Station, Indian Railways, Dum Dum Cantonment, Kolkata Airport, কলকাতা, হাওড়া স্টেশন, নোয়াপাড়া থেকে বারাসত মেট্রো, নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট মেট্রো, নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো, হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট মেট্রো, হাওড়া ময়দান থেকে এয়ারপোর্ট মেট্রোআর মাত্র পাঁচ মাসের অপেক্ষা। তারপরই চালু হয়ে যাবে কলকাতা মেট্রোর ইয়েলো হলুদ লাইন। পুরো অংশে পরিষেবা চালু হবে না। প্রাথমিকভাবে সাত কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করা হবে। আর তার ফলে হাওড়া ময়দান থেকে পৌঁছানো যাবে কলকাতা বিমানবন্দরে।
পরবর্তী ফটো গ্যালারি