Kolkata New Parking Fee: কবে থেকে কলকাতায় বর্ধিত পার্কিং নেওয়া হবে? তা নিয়ে বড়সড় ইঙ্গিত মিলল। আপাতত নয়া পার্কিং ফি না নেওয়া হলেও কবে থেকে নয়া হারে পার্কিং ফি (দ্বিগুণ থেকে তিনগুণ বাড়ছে) দিতে হবে গাড়ির চালকদের, তা দেখে নিন -
1/5আপাতত কলকাতায় বাড়ছে না পার্কিং ফি। সূত্রের খবর, ২০২৩ সালের এপ্রিল থেকে নয়া পার্কিং ফি কার্যকর হতে পারে। নয়া কাঠামোয় পার্কিং ফি দ্বিগুণ থেকে তিনগুণ করা হতে চলেছে বলে কলকাতা পুরনিগম সূত্রে খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/5সূত্রের খবর, গত মাসে মেয়র পারিষদদের বৈঠকে কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছিল। তারপর চূড়ান্ত ছাড়পত্রও মিলেছিল। যদিও শেষপর্যন্ত চলতি অর্থবর্ষে বর্ধিত পার্কিং ফি কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে নয়া অর্থবর্ষ থেকে বর্ধিত পার্কিং ফি চালু করা হবে বলে সূত্রের খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/5দু'চাকার গাড়ির নয়া পার্কিং ফি কত হতে চলেছে? কলকাতা পুরনিগম সূত্রে খবর, আপাতত পার্কিং ফি বাবদ প্রতি ঘণ্টায় দু'চাকার গাড়িকে পাঁচ টাকা গুনতে হয়। নয়া কাঠামো অনুযায়ী, প্রথম দু'ঘণ্টার ক্ষেত্রে ঘণ্টাপিছু ১০ টাকা দিতে হবে দু'চাকার গাড়িগুলিকে। তৃতীয় ঘণ্টা থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত ঘণ্টাপিছু ২০ টাকা নেওয়া হবে। তারপর থেকে ঘণ্টাপিছু ৫০ টাকা দিতে হবে দু'চাকার গাড়ির মালিকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5চার চাকার গাড়ির নয়া পার্কিং ফি কত হতে চলেছে? পুরনিগম সূত্রে খবর, প্রতি ঘণ্টায় আপাতত চারচাকার গাড়িকে ১০ টাকা দিতে হয়। যা নয়া কাঠামোয় বেড়ে দাঁড়াবে ২০ টাকা। প্রথম দু'ঘণ্টার ক্ষেত্রে ঘণ্টাপিছু ২০ টাকা খরচ পড়বে। তৃতীয় ঘণ্টা থেকে পাঁচ ঘণ্টার মধ্যে দিতে হবে ৪০ টাকা। তারপর থেকে ঘণ্টাপিছু ১০০ টাকা পার্কিং ফি গুনতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, আপাতত পুরনো কাঠামো মেনেই পার্কিং ফি ধার্য করা হবে। এখনই যদি বর্ধিত হারে পার্কিং ফি নেয়, তাহলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কড়া বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুরনিগমের ওই আধিকারিক জানিয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)