Kolkata Rain Forecast: ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বর্ষার মরশুমের প্রথম দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও এখন সেখানেও ঘাটতি দেখা দিয়েছে বৃ্ষ্টির। এই আবহে বর্ষাকাল যেন আংশিক গ্রীষ্ম, আংশিক শরৎ! হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামিকাল কলকাতায় হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
1/4রাজ্যের উপর আগামী ২ থেকে ৩ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামিকাল কলকাতায় হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
2/4বুধবার কলতাতায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে।
3/4উত্তরবঙ্গে আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তারপরের তিনদিন পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে।