বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Rain Latest Update: স্বাভাবিকের অনেকটা নীচে পারদ, আজ কি দিনভর বৃষ্টি হবে কলকাতায়?

Kolkata Rain Latest Update: স্বাভাবিকের অনেকটা নীচে পারদ, আজ কি দিনভর বৃষ্টি হবে কলকাতায়?

ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে কলকাতার বহু জায়গায়। ভিজছে শহরতলির বহু এলাকাও। এই আবহে আজ শহরের পারদ স্বাভাবিকের অনেকটাই নীচে নেমে যাবে। এদিকে জলমগ্ন হয়ে যেতে পারে বহু এলাকা। এই আবহে অফিসযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতে পারে সপ্তাহের প্রথম কর্মদিবসে।