বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Rain & Thunderstorm: শুরু কালবৈশাখীর 'চৈত্র সেল', গতরাতের বৃষ্টিতে ১৪১ দিনের অপেক্ষার অবসান কলকাতার

Kolkata Rain & Thunderstorm: শুরু কালবৈশাখীর 'চৈত্র সেল', গতরাতের বৃষ্টিতে ১৪১ দিনের অপেক্ষার অবসান কলকাতার

দীর্ঘ ১৪১ দিন পর অবশেষে গতরাতে বৃষ্টি নামে কলকাতায়। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কলকাতায় শেষবার বৃষ্টি হয়েছিল গত বছর ২৫ অক্টোবর। মাঝে ১৮ ফেব্রুয়ারি কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি অবশ্য হয়েছিল, তবে আলিপুরে সেদিন বৃষ্টি হয়নি। তবে গতকাল রাতে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে ঝেঁপে বৃষ্টি নামল।