দীর্ঘ ১৪১ দিন পর অবশেষে গতরাতে বৃষ্টি নামে কলকাতায়। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কলকাতায় শেষবার বৃষ্টি হয়েছিল গত বছর ২৫ অক্টোবর। মাঝে ১৮ ফেব্রুয়ারি কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি অবশ্য হয়েছিল, তবে আলিপুরে সেদিন বৃষ্টি হয়নি। তবে গতকাল রাতে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে ঝেঁপে বৃষ্টি নামল।
1/5কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টি হয় গতকাল রাতে। অনেক জায়গাতে শিলাবৃষ্টিও হয়। ঝড় হয়েছে কলকাতা সংলগ্ন দমদনে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতরাতে দমদমের উপর দিয়ে ৬৪ কিমি বেগে ঝড় বয়েছে। বাতাসের অভিমুখ ছিল পশ্চিমের দিকে। অপরদিকে আলিপুরের উপর দিয়ে ৪৮ কিমি বেগে ঝড় বয়েছে উত্তপ-পশ্চিম অভিমুখে। (HT PHOTO)
2/5এদিকে গতবছর কলকাতায় মরশুমের প্রথম কালবৈশাখী হয়ছিল মাঝ-বৈশাখে গিয়ে। এবার পয়লা চৈত্রেই কালবৈশাখী এসে জুড়িয়ে দিল কলকাতাবাসীর মন। হাওয়া অফিস জানিয়েছে, অন্তত ২১ মার্চ পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে। এই আবহে একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। প্রসঙ্গত, এ বার শীতে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা না আসায় এক ফোঁটা বৃষ্টিও হয়নি। তবে এবার ফাল্গুনেই রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছিল। অবশেষে কলকাতাতেও নামল বৃষ্টি। (HT PHOTO)
3/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমী অক্ষরেখা পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে। ফলে পশ্চিমী শুকনো বাতাস আর বঙ্গোপসাগরের জলীয় বাতাসের সংমিশ্রণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। যে কারণে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতও হচ্ছে। আপাতত জলীয় বাষ্প ঢোকার প্রক্রিয়া চলতেই থাকবে। ফলে বৃষ্টি সম্ভাবনা আরও কয়েকদিন থাকবে। (HT PHOTO)
4/5এদিকে গতরাতে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকা শুষ্ক থেকেছে। সেখানে কালবৈশাখীর ঝড়ও হয়নি গতরাতে। এরই মধ্যে পূর্ব বর্ধমানের কালনা এবং নদিয়ার একাংশ থেকে শিলাবৃষ্টি হয়েছে। এর আগে বুধবার ঝেঁপে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত কোচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। গতকালও উত্তরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। (HT PHOTO)
5/5এদিকে গতকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের বেলায় কলকাতায় গুমোট ভাব বজায় ছিল। তবে রাতের দিকে বৃষ্টি হওয়ার ফলে খানিকটা স্বস্তি পেলেন শহরবাসী। আজও সকাল থেকে আকাশের মুখ ভার। আজও বিক্ষিপ্তভাবে কলকাতা ও আশেপাশের অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (HT PHOTO)