গতকাল কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। এদিকে দমদম সংলগ্ন শহরতলিতে পারদ নেমেছে ১২ ডিগ্রিরও নিচে। আর আজ ভোরে কলকাতার তাপমাত্রা নেমে যায় ১০.৯ ডিগ্রিতে। মরশুমের শীতলতম দিন ছিল বৃহস্পতিবার। তবে তাপমাত্রার পারদ আরও নামতে চলেছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরপশ্চিমের বাতাসের সঙ্গে উত্তুরে বাতাসের অবাধ প্রবেশের কারণেই ঠান্ডা বাড়তে চলেছে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জায়গায়।
1/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে রাজ্যের রাতের তাপমাত্রা আরও নামতে চলেছে। শুক্র ও শনিবার পারদ আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি নামতে পারে। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রার গ্রাফ নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যাবে। পরের তিনদিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। (HT_PRINT)
2/5গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে। আজ ভোরে কলকাতার পারদ নামে ১০.৯ ডিগ্রিতে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কলকাতাতে আরও ২ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (HT_PRINT)
3/5আগামী ছয় থেকে সাতদিন রাজ্যজুড়েই ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। উত্তুরে হওয়ার দাপটে ক্রমেই আরও নামতে চলেছে পারদ। রবিবার তাপমাত্রা সামান্য বাড়লেও ফের নামবে পারদ। সামান্য ওঠানামা করলেও কনকনে শীতের আমেজ বজায় থাকবে। আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। (HT_PRINT)
4/5এদিকে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কোচবিহার, মালদা সহ একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরে মাঝারি থেকে ঘন কুয়াশা আরও ৭২ ঘণ্টা থাকবে। এদিকে ভোরে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভোরে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন। (HT_PRINT)
5/5শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়তেই তা কেটে যাবে। বেলা গড়ালে রোদ উঠবে। ঠান্ডার হাওয়ার দাপটে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে বেলায়। রাতেও তাপমাত্রা স্বাবাভিকের থেকে কম থাকবে। আজ কলকাতা ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২২ ডিগ্রি এবং ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (HT_PRINT)