মাত্র কয়েকটা দিন পড়ে আছে। তারপর থেকেই আগামী ৩ জানুয়ারি থেকে ভারতে ১৫-১৮ বয়সিদের করোনাভাইরাস টিকাকরণ শুরু হবে। বিষয়টি নিয়ে বুধবার বিশেষজ্ঞ এবং মেয়র পারিষদদের সঙ্গে বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
1/8কলকাতার স্কুলগুলি থেকে ১৫-১৮ বয়সিদের করোনাভাইরাস টিকা দেওয়া হবে। এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/8পুরনিগমের তরফে জানানো হয়েছে, নয়া বছরের ৩ জানুয়ারি থেকে ১৬ টি বরোর ১৬ টি স্কুলে ১৫-১৮ বয়সিদের করোনাভাইরাস টিকাকরণ শুরু হবে। প্রাথমিকভাবে ১৬ টি স্কুল থেকে দেওয়া হবে টিকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/8মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, প্রায় ৫৭০ টি স্কুল আছে কলকাতায়। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য স্কুল থেকেও ১৫-১৮ বয়সিদের টিকা দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে বিপিন কুমার/হিন্দুস্তান টাইমস)
4/8সরকারি স্কুলে পুরনিগমের তরফে চিকিৎসকের বন্দোবস্ত করা হবে। বেসরকারি স্কুলগুলিকে নিজেদেরই চিকিৎসকদের রাখতে হবে বলে জানিয়েছে পুরনিগম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/8এছাড়াও কলকাতার যে কেন্দ্রগুলি থেকে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে, সেখান থেকেও ১৫-১৮ বয়সিদের টিকা দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/8কী কী নথি লাগবে? টিকাকরণের জন্য ১৫-১৮ বয়সিদের আধার কার্ড বা স্কুলের আইডি কার্ড নিয়ে যেতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/8কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১৫-১৮ বয়সিদের শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
8/8দিনকয়েক আগেই ১২ থেকে ১৮ বয়সিদের শরীরে জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন প্রয়োগের অনুমতি দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)