বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Weather and Rain Forecast: ধেয়ে আসবে কালো মেঘ, বৃষ্টিতে ভিজবে কলকাতা, স্বস্তি দিয়ে শীঘ্রই নামবে তিলোত্তমার পারদ

Kolkata Weather and Rain Forecast: ধেয়ে আসবে কালো মেঘ, বৃষ্টিতে ভিজবে কলকাতা, স্বস্তি দিয়ে শীঘ্রই নামবে তিলোত্তমার পারদ

গত পরশু কয়েক ঘণ্টার মধ্যে বিশাল বৃষ্টি হয়েছিল দক্ষিণ ও মধ্য কলকাতায়। তবে গতকাল সামান্য বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তিলোত্তমাকে। সঙ্গে ছিল অস্বস্তিকর গরম। আজও সকাল থেকেই আকাশে সূর্যের তেজ রয়েছে। তবে বেলা গড়াতেই আকাশের রূপ পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।