শেষবার কলকাতায় বৃষ্টি হয়েছিল ফেব্রুয়ারিতে। এরপর একে একে ৫৫টা দিন কেটেছে। গরমে নাকাল হয়েছেন আম কলকাতাবাসী। তবে মাঝে কালো মেঘের দর্শন মিললেও বৃষ্টির দেখা নেই। এদিকে আর্ধেক বৈশাখ পার হয়ে গিয়েছে, তবে এখনও কালবৈশাখীরও কোও চিহ্নি নেই কলকাতায়। এই আবহে সবার মনে একটাই প্রশ্ন, আর কবে বৃষ্টি হবে?
1/4বিগত ৩০ বছরের গড় পর্যালোচনা করলে দেখা যাবে, সাধারণত এপ্রিল মাসে কলকাতায় ৫৮.৯ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে। তবে এবার এক ফোঁটা বৃষ্টি হয়নি এপ্রিলে। তাছাড়া এপ্রিল মাসে কলকাতাবাসী সাক্ষী থাকে ২ থেকে ৩টি কালবৈশাখীরও। তবে এবার সেই কালবৈশাখীরও কোনও চিহ্ন নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/4ঠিকানা বদল করে চলতি বছরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে পশ্চিম দিকে। এর জেরে রাজ্যে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে তা ওড়িশা ছত্তিশগড়ের মতো স্থলভূমি পেরিয়ে আসছে। তাই তাতে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকছে না। (PTI)
3/4২৯ এপ্রিলের পর বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ২ মে নাগাদ কলকাতায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। তার আগে চলতি মাসের বাকি দিনগুলিতে বৃষ্টির আর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। (PTI)
4/4আবহাওয়াবিদদের শঙ্কা, গোটা বিশ্বে যে জলবায়ুগত পরিবর্তন হচ্ছে, তার দীর্ঘমেয়াদি প্রভাবের জেরে এই পরিস্থিতি হয়ে থাকতে পারে। শুষ্ক এপ্রিল এই জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত মাত্র। এর আগেও দীর্ঘমেয়াদি শীতকালের সাক্ষী থেকে বাংলা। তাছাড়া ফেব্রুয়ারিতে রেকর্ড বৃষ্টি দেখেছে রাজ্য। মার্চ মাসে দু'টি ঘূর্ণাবর্তের জন্ম দেখেছে বঙ্গোপসাগর। এই সবের মাঝে উত্তর-পশ্চিম ভারতে মার্চ মাস থেকে তাপপ্রবাহ শুরু হওয়ায় গরম বেড়েছে বাংলাতেও। (PTI)