Kolkata Weather: জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত, আর কবে বৃষ্টির মুখ দেখবে কলকাতা?
Updated: 26 Apr 2022, 10:51 AM ISTশেষবার কলকাতায় বৃষ্টি হয়েছিল ফেব্রুয়ারিতে। এরপর একে একে ৫৫টা দিন কেটেছে। গরমে নাকাল হয়েছেন আম কলকাতাবাসী। তবে মাঝে কালো মেঘের দর্শন মিললেও বৃষ্টির দেখা নেই। এদিকে আর্ধেক বৈশাখ পার হয়ে গিয়েছে, তবে এখনও কালবৈশাখীরও কোও চিহ্নি নেই কলকাতায়। এই আবহে সবার মনে একটাই প্রশ্ন, আর কবে বৃষ্টি হবে?
পরবর্তী ফটো গ্যালারি