বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Weather Forecast: ফের পড়বে অস্বস্তিকর গরম, ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছবে কলকাতার পারদ, দেখা দেবে তাপপ্রবাহ?

Kolkata Weather Forecast: ফের পড়বে অস্বস্তিকর গরম, ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছবে কলকাতার পারদ, দেখা দেবে তাপপ্রবাহ?

বিগত বেশ কয়েকদিন ধরেই বিকেলের দিকে হাওয়া দিচ্ছে শহরে। হচ্ছে ঝড়বৃষ্টি। আজও কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে আমূল বদলে যাবে কলকাতার আবহাওয়া। তড়তড়িয়ে চড়বে পারদ। অস্বস্তিকর গরমে নাজেহাল হবেন শহরবাসী।