Rain Forecast: গতকাল সন্ধ্যার পরই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ ভেঙে পড়েছিল। ঘূর্ণিঝড় অশনি নিম্নচাপে পরিণত হয়েছে। এই আবহে রাজ্যে বৃষ্টি হয় গতকাল। তবে এই বৃষ্টিতেই শেষ হবে না বাংলায় বর্ষণের ধারাবাহিকতা। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে চলবে বৃষ্টি।
1/5দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভেসে আসা বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই আবহে রাজ্যে বৃষ্টি চলবে আপাতত। তবে দক্ষণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। (AFP)
2/5উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (AFP)
3/5এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। মুর্শিদাবাদ বীরভূম, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে শুক্রবার বিকেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে। ১৬ মে এর পর থেকে ঝড় বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়াতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (AFP)
4/5ঘূর্ণিঝড় অশনি বিদায়ের সঙ্গে গরম আবারও বাড়তে শুরু করেছে৷ সপ্তাহের প্রথম দু'দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়বে ৷ তারপর থেকে তাপমাত্রা তেমন আর বাড়বে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই প্রথম দুই দিনে একটু তাপমাত্রা বাড়বে পরে আর কোনও বাড়ার সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (AFP)
5/5কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কমে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াসে হয়েছিল। শনিবার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (AFP)