পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোখা। তবে এর জেরে দক্ষিণবঙ্গে কেমন প্রভাব পড়বে? আজ কি কোথাও বৃষ্টি হবে নাকি গরমণ থাকবে? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস।
1/6শনিবার রাত থেকে গাঙ্গেও দক্ষিণবঙ্গে কিছুটা গরম কমেছিল। তবে সোমবারের পর তাপমাত্রা ফের বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অবশ্য কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দেবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। (AP)
2/6আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে কলকাতা ও আশেপাশের অঞ্চলেও। এরপর আগামিকালও হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উপকূলীয় পূর্ব মেদিনীপুরে। পরশু বৃষ্টি হতে পারে শুধুমাত্র দুই ২৪ পরগনায়। (AP)
3/6আগামী ১৭ থেকে ২২ মে-এর মধ্যে অন্তত দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের বুলেটিন অনুয্য়ী, ১৬ তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সঙ্গে সেদিন বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। এরপর ১৭ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। (AP)
4/6এদিকে আগামী ১৫ মে দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এর মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর ১৬ তারিখ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ দেখা দিতে পারে। এই সাত জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (AP)
5/6আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা - দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এর জেরে এই দুই জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এদিকে আগামী দু'দিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। এই আবহে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (AP)
6/6 আজ রবিবার কলকাতা ও আশেপাশের অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ তিলোত্তমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এর আগে গতকাল শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। (AP)