ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই উধাও শীত। মনে হচ্ছে যেন বসন্তকে সরিয়ে রেখে সোজা আগমন ঘটেছে গ্রীষ্মের। এরই মাঝে গতকাল সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়বৃষ্টি হয় রাজ্যের বেশ কয়েকটি জায়গায়। এই আবহে হাওয়া অফিস আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্ভাবাসে জানিয়ে দিল যে তাপমাত্রা ক্রমেই আরও বাড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের সর্বত্র।
1/5বুধবার বিকেল এবং রাতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নেমেছিল। তবে আজ ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক। বেলায় রোদের তাপ বাড়বে। স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।
2/5উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার বিকেলে ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গায় দমকা হাওয়া ও সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টি হয়েছে, ওদলাবাড়ি, মালবাজার গয়েরকাটার মতো এলাকায়। দমকা হাওয়া বয়ে গিয়েছে আলিপুরদুয়ার শহরের ওপর দিয়ে। আগামী দিনে রাজ্যে আরও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
3/5উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও দক্ষিণে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প প্রবেশের কারণেই দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার এই বৃদ্ধি। প্রসঙ্গত, গত বছর রাজ্যবাসীকে হতাশ করেছিল কালবৈশাখী।
4/5আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে।
5/5এর আগে বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৩ শতাংশ। হাওয়া অফিস বলছে, তিনদিন পর থেকে এই তাপমাত্রা আরও চড়বে।