শুক্রবার থেকে ফের আরও একটি ঝঞ্ঝা উপস্থিত হতে চলেছে। এই আবহে আগামী কয়েকদিনে জোরালো উত্তুরে হাওয়া প্রবেশের কোনও ইঙ্গিত নেই। তাই বঙ্গে শীতের প্রত্যাবর্তন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। আজ সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি। আর ছুটির দিন শীতের কোনও আমেজই উপভোগ করতে পারবেন না বঙ্গবাসী।
1/5ভোরের দিকে কুয়াশা দেখা দিলেও বেলা গড়াতে রোদ ওঠে। ধোঁয়াশা মাখা আবহ থাকবে বেশ বেলা পর্যন্ত। এদিকে গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিনে পারদের গ্রাফ নীচে নামবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই। (PTI)
2/5রবিবার থেকেই পারদ চড়ছে কলকাতায়। শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল নয়, জেলাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। শীতের আমেজ কমছে। বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়ালে রোদের তেজ বাড়বে। (PTI)
3/5বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি এবং ১৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। (PTI)
4/5জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পর পর পশ্চিমী ঝঞ্ঝা। তাছাড়া রয়েছে একটি ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে এই জোড়া কাঁটার জেরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ও সর্বোচ্চ তামপাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। (PTI)
5/5২৭ এবং ২৮ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে। পরে ২৯ এবং ৩০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিঞ্চিৎ কমতে পারে। তবে তাতে শীতের আমেজ সেভাবে ফিরবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে আগামী কয়েকদিন। (PTI)