Rain Forecast: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই কয়েকদিনের মধ্যে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে। এর জেরে ভ্যাপসা গরম অনুভূত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এরই মাঝে আজ কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1/4আরব সাগর থেকে উত্তর ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তবে এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ (Anshuman Poyrekar/HT PHOTO)
2/4উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। (Anshuman Poyrekar/HT PHOTO)
3/4সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে কয়েক পশলা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে কলকাতাবাসীকে। (Anshuman Poyrekar/HT PHOTO)
4/4সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে৷ যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। ফলে অস্বস্তিকর গরম অনুভূত হবে সপ্তাহের প্রথম দিন। (Anshuman Poyrekar/HT PHOTO)