Kolkata Weather Today: বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হঠাৎ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে স্বস্তি পান দক্ষিণবঙ্গবাসী। তবে এই ঝড়-বৃষ্টিতে বর্ষা আগমনের বার্তা নেই। তবে আজকেও সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা। এই আবহে কলকাতাবাসীর মনে প্রশ্ন, আজও কি বৃষ্টি নামবে শহরে?
1/4আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির খুব একটা বেশি সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দুই দিন। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়-বৃষ্টি হতে পারে৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (AFP)
2/4মৌসুমী বায়ু সেই অর্থে এখনও দক্ষিণবঙ্গে প্রভাব ফেলেনি। দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের এখনও দেরি আছে। তবে এই সময়কালে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা সাময়িক স্বস্তি নিয়ে আসতে পারে। কলকাতাতে আগামী তিন-চার দিনে দু-এক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (AFP)
3/4শুক্রবার কলকাতায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। এর আগে বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। (AFP)
4/4পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে৷ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে - দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদার দু-এক জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (AFP)