বসন্তের কোনও চিহ্নই যেন নেই। এ যেন গ্রীষ্ম। সকালে রোদের তেজে পিঠ পুড়ছে। তবে সন্ধ্যায় সূর্য ডুবলে গরম কিছুটা কমছে। তবে সর্বনিম্ন চাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক ডিগ্রি ওপরে। তবে রবিতে সূর্যের তেজ কিছুটা কম ছিল। এই আবহে নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? এর আগাম বার্তা দিয়েছে হাওয়া অফিস।
1/5শনিবারের তুলনায় রবিবার সকাল থেকে গরম কিছুটা কমেছিল কলকাতা ও দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের প্রকাশিত তথ্য অনুয়ায়ী শনিবারের তুলনায় রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা বেশ কম ছিল। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
2/5আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহেই পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এদিকে আসন্ন দোল উৎসবে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস।
3/5উত্তরবঙ্গেও আগামী ৫ দিন আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এদিকে উত্তরের তাপমাত্রা দক্ষিণের মতো না চড়লেও সেখান থেকে শীত বিদায় নিয়েছে আগেই। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া সেভাবে মিলছে না উত্তরবঙ্গেও। সবমিলিয়ে ফেব্রুয়ারির শেষেই রাজ্য জুড়ে গ্রীষ্মের আগমনী সুর শোনা যাচ্ছে।
4/5সোমবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে। কলতকাতা ও আশেপাশের অঞ্চলে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। এর আগে রবিবার কিছুটা অস্বস্তিকর গরম কমে কলকাতায়। গতকাল কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
5/5এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রার পারদ চড়বে আরও অনেকটা। ৪ মার্চ, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশেপাশে। এদিকে ৫ মার্চ, আগামী রবিবার কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির গণ্ডি ছাপিয়ে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। সেদিনও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।