ফেব্রুয়ারি মাসের বাকি কয়েকটি দিন ঘামতে ঘামতেই কেটে যাবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, পরবর্তী মাসে তাপমাত্রা আরও তড়তড়িয়ে চড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট কোনও পরিবর্তন বা বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
1/5জানা গিয়েছে, বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গের বাতাসে। এর জেরে আর্দ্রতার পরিমাণ বেড়েছে এবং অস্বস্তিও বৃদ্ধি পেয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা বৃদ্ধির আর কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।
2/5হাওয়া অফিস জানিয়েছে, ঘুর্ণাবর্তের কারণেই ফেব্রুয়ারিতেই এই অস্বস্তিকর গরমের অনুভূতি কলকাতায়। পূর্বদিকে আসা বাতাসের সঙ্গে পশ্চিমী বাতাসও প্রবেশ করছে। পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ বৃদ্ধির ফলে গরম বাড়বে। তবে আগামী দুই দিন কলকাতায় দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকবে। রাতের তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৪ ডিগ্রির মধ্যে।
3/5আবহাওয়া দফতরের পূর্বাভাস, মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে মার্চে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা চড়তে শুর করবে। আরএমসি-র ওয়েবসাইট অনুযায়ী, ১ মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থাকবে। এরপর ২ মার্চ তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। ৩ ও ৪ মার্চ কলকাতায় দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
4/5এদিকে বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত থাকলেও দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার মধ্যে দু’টো জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলার একটি বা দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
5/5রবিবার কলকাতায় দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। এর আগে শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ।