গত সপ্তাহে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, নতুন সপ্তাহে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার রাতে আরএমসির নতুন আপডেট অনুযায়ী, নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এই আবহে কবে থেকে ফের তাপমাত্রার পতন ঘটবে?
1/6বিগত কয়েকদিনে একলাফে অনেকটাই বেড়েছে তাপমাত্রা। হাড়কাঁপানো শীত উধাও। এরই মাঝে নতুন সপ্তাহে উত্তর থেকে দক্ষিণ, বাংলার সব প্রান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতায় বৃষ্টি হবে না। তবে আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। (Shammi Mehra)
2/6১৬, ১৭, ১৮ জানুয়ারি দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। ১৬, ১৭ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। উত্তরবঙ্গে সমতলে শুধুমাত্র আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে আজ, ১৬ জানুয়ারি। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী এক সপ্তাহে আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। এদিকে সিকিমে আগামী ৪-৫ দিন তুষারপাত হবে বলে জানিয়েছে আইএমডি। (Shammi Mehra)
3/6মূলত বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে। সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়েছে রাজ্যে। তাই তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝঞ্ঝা এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আগামী সপ্তাহে ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আইএমডির তরফে জানানো হয়েছে, ১৮ ও ২০ জানুয়ারি পর পর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর প্রভাব উত্তর ভারতের পাশাপাশি উত্তরবঙ্গেও পড়বে। (Shammi Mehra)
4/6আজ, ১৬ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ কুয়াশাচ্ছান্ন থাকবে কলকাতার আকাশ। ১৭ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন কুয়াশাচ্ছান্ন থাকবে কলকাতার আকাশ। (Shammi Mehra)
5/6আজ, কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ার আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন থাকবে। আগামী ১৮ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর ১৯ এবং ২০ জানুয়ারি যথাক্রমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৭ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপর ২০ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা কিঞ্চিৎ কমে ১৬ ডিগ্রিতে নামতে পারে। এরপর ২১ তারিখ তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ছুঁতে পারে। (Shammi Mehra)
6/6সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। তবে এর আগে রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। সেই তুলনায় আজ অনেকটাই নেমেছে তাপমাত্রা। (Shammi Mehra)