Kolkata Weather Today: সময়ের আগেই রাজ্যে ঢুকেছে বর্ষা। তবে বর্ষা উত্তরবঙ্গেই আটকে পড়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা আসার কোনও ইঙ্গিত এই মুহূর্তে দিতে পারছে না আবহাওয়া দফতর। তবে এরই মধ্যে দিনে আকাশ আংশিক মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে। সন্ধ্যা নামলেই ঝড়, বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে।
1/5কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত মিললেও, এখনই বর্ষা প্রবেশ ঘটবে না৷ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভবনা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে৷ ১৫ জুনের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5আগামী তিন-চার দিন বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে৷ সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া৷ তবে এই বৃষ্টির সঙ্গে বর্ষার কোনও সম্পর্ক নেই। স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হওয়ার কারণে এই ঝড়-বৃষ্টি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/5উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারি বৃষ্টি হতে পারে। ১৩ ও ১৪ তারিখ নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5শনিবার আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল অথবা সন্ধ্যায় ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5এর আগে শুক্রবার সন্ধ্যায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। সঙ্গে সর্বোচ্চ ৬১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে৷ বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমেছিল৷ শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)