বিক্ষিপ্ত বৃষ্টির হাত ধরে চৈত্রের আগমন। গ্রীষ্মের ... more
বিক্ষিপ্ত বৃষ্টির হাত ধরে চৈত্রের আগমন। গ্রীষ্মের আঁচ এখনও সেভাবে লাগেনি বঙ্গবাসীর গায়ে। তবে আজ সকাল থেকেই কলকাতা ও পার্শ্বর্তী অঞ্চলের আকাশে চড়া রোদ। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে। আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1/5গত কয়েকদিন ধরে ঝড়বৃষ্টির জেরে কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৮ ডিগ্রি নেমে গিয়েছিল। তবে আগামিকাল থেকে কলকাতায় দু'দিনের জন্য বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা থাকবে না। এর জেরে ভ্যাপসা গরম পড়বে। একবারে তাপমাত্রার পারদ চড়বে বেশ কয়েক ডিগ্রি। তবে আবারও এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। (PTI)
2/5আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ পর্যন্ত কালবৈশাখীর হাত ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর আগে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই আবহে আজ সকালে রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (PTI)
3/5আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে। কলকাতা ছাড়াও বৃষ্টি হবে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির সঙ্গে কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আগামিকাল বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। (PTI)
4/5দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আগামিকাল বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ থেকেই বৃষ্টি কমবে। (PTI)
5/5আজ থেকে কলকাতায় তাপমাত্রা চড়তে শুরু করবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। ঝড়-বৃষ্টি সঙ্গে দমকা হাওয়াও বইবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২১ ডিগ্রির আশেপাশে থাকবে। এর আগে মঙ্গলবার কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৮ মিলিমিটার। (PTI)