ঘূর্ণিঝড় মোখার প্রভাব সেই অর্থে পড়েনি কলকাতায়। তবে গরম থেকে শীঘ্রই রেহাই পেতে চলেছেন কলকাতাবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে শহরে বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে কলকাতা ও আশেপাশের অঞ্চলে ঝোড়ো হাওয়ে বয়ে যাবে। একনজরে দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস।
1/6আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মোটের ওপর আজ আবহাওয়া শুষ্ক থাকবে শহরে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (AFP)
2/6আগামিকাল, ১৬ তারিখও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মোটের ওপর সেদিন শহরের আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (AFP)
3/6পরশু, ১৭ মে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। (AFP)
4/6এদিকে ১৮ মে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে শহরে। সেদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (AFP)
5/6এরপর ১৯ তারিখও মে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে শহরে। সেদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (AFP)
6/6এরপর ২০ এবং ২১ তারিখ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়ে হাওয়া অফিস। সেদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এই দু'দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (AFP)