Kolkata Weather Today: পূর্বাভাস থাকা সত্ত্বেও দক্ষিণবঙ্গে গত ২৪ ঘণ্টায় কোথাও কোনও বৃষ্টি হয়নি। এই আবহে আজও সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা। তবে আজও ভ্যাপসা গরম থাকবে দক্ষিণবঙ্গে। আদ্রতাজনিত সমস্যায় ভুগতে হবে আম জনতাকে। তবে আজও বিকেল কিংবা সন্ধ্যায় হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
1/4আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে আগামী পাঁচ দিনে। (PTI)
2/4উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হয়েই চলেছে। আগামী তিন দিন আরও বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। এদিকে সময়ের আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের দিকে তা এখনও এগোয়নি। (PTI)
3/4হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হচ্ছে। চলতি সপ্তাহে সেই সম্ভাবনা আরও বাড়বে। এদিকে দক্ষিণে দেরিতে বর্ষার প্রবেশ ঘটলেও বৃষ্টির কোনও ঘাটতি হবে না বলে মনে করছে হাওয়া অফিস। (PTI)
4/4 বিকেল কিংবা সন্ধ্যায় হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। আজ কলকাতা ও পার্শ্বর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। (PTI)